ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে ফিরিয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসান। প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস তৈরির জন্য মাত্র একটি উইকেট দরকার ছিল সাকিবের। শনিবার (২২ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নিজের দ্বিতীয় ওভারেই শিকার করেন রোহিতকে। ভারত অধিনায়ক ২৩ রান করে জাকের আলীর তালুবন্দি হন।
আরেক মাইলফলকের সামনে সাকিব
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ উইকেট পূর্ণ করা থেকে আর মাত্র এক উইকেট দূরে সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের টিম সাউদির পর তিনিই হতে পারেন এই অর্জন করা দ্বিতীয় বোলার। ১২৬ ম্যাচে সাউদির উইকেট ১৬৪। ১২৮ ম্যাচে (আজকের ম্যাচসহ) সাকিবের উইকেট ১৪৯। তার পরেই আছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান; যিনি মাত্র ৯০ ম্যাচেই ১৪৭ উইকেট নিয়েছেন।